গানঃ পৃথিবীতে সুখ বলে
শিল্পীঃ আগুন, সাবিনা ইয়াসমিন
সিনেমাঃ জীবন সংসার
পৃথিবীতে সুখ বলে, যদি কিছু থেকে থাকে
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
জ্বলে পুড়ে মরার মাঝে, যদি কোনো সুখ থাকে
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
পৃথিবীর চার পাশে, যে দিকে তাকাই
সেখানেই তোমাকে, পাই খুঁজে পাই ।।
পাশা পাশি থাকবো, বুকে ধরে রাখবো
হৃদয়ের দাম দিয়ে, হৃদয় নিলেম
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
এ জীবন সংসার, বড় মধুময়
যদি গো সেখানে, ভালোবাসা রয় ।।
ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো
যার বিনিময়ে আমি, তোমাকে পেলেম
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
No comments:
Post a Comment