প্রথমেই বলে রাখি, এই লেখাটি সেসকল মুসলিম ভাই-বোনদের জন্য, যারা আমার মতো গান-বাজনা হারাম জেনেও সেটার আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। আমরা এটা জানি যে আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক করা ছাড়া অন্য যেকোন গুণাহ নিজ ইচ্ছায় ক্ষমা করে দিবেন। এখন কথা উঠতে পারে গানের সাথে শির্কের সম্পর্ক কি ? প্রকাশ্যে-অপ্রকাশ্যে, জেনে-না জেনে, ইচ্ছাকৃতভাবে-অনিচ্ছাকৃতভাবে যেভাবেই হোক, আপনি যদি কাউকে বা কিছুকে মহান আল্লাহ তাআলার সমকক্ষ দাবি করেন বা তার সাথে তুলনা করেন সেটাই শির্ক। আমাদের পরিচিত অনেক গান বিশেষ করে হিন্দি গানগুলোতে এমন অনেক কথাবার্তা থাকে যেগুলো শোনা বা গাওয়ার মাধ্যমে আমরা অনেকে নিজের অজান্তেই শির্ক করছি। আজ সেসকল গানগুলো নিয়েই আমরা আলোচনা করবো। যাতে ক্ষমার অযোগ্য এই পাপ থেকে আমরা নিজেদের হেফাজত করতে পারি।
১. তুঝমে রব দিখতা হ্যা
শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত "রবনে বানা দি জোড়ি" সিনেমার এই গান শুনেননি এমন লোক কমই পাওয়া যাবে। গানের একটি অংশে বলা হয়েছে,
"তুঝমে রব দিখতা হ্যা, ইয়ারা ম্যায় ক্যায়া কারু
সাজদে শার ঝুকতা হ্যা, ইয়ারা ম্যায় ক্যায়া কারু"
যার বাংলায় অর্থঃ
"তোর মাঝে খোদাকে দেখতে পাই, বন্ধু আমি কি করবো
সেজদা করতে মাথা ঝুঁকে পড়ছে, বন্ধু আমি কি করবো"
নাউযুবিল্লাহ, কি জঘন্য কথা। অথচ আল্লাহপাক ছাড়া কাউকে সেজদা করার কথা ভাবাও শির্ক।
২. সাথী তেরা প্যায়ার পূজা হ্যা
অমিতাভ বচ্চন ও জয়াপ্রদা অভিনীত "ইনসানিয়াত" সিনেমার এই গানটির কিছু অংশ এরকম...
"সাথী তেরা প্যায়ার পূজা হ্যা
তেরে সিবা কৌন মেরা দুজা হ্যা ইয়ার।
কিতনে দিনো কে বাদ ইয়ে সুরত দেখি হ্যা
ইক ভগবান কি টুটে মুরত দেখি হ্যা"
বাংলায় যার অর্থঃ
"সাথী তোর প্রেম পূজা করার মতোই
বন্ধু তোকে ছাড়া আমার দ্বিতীয় আর কে আছে।
কত দিন পরে এই চেহারা দেখেছি
যেন এক ভগবানের ভাঙা মূর্তি দেখেছি"
নাউযুবিল্লাহ, যারা প্রেমিক প্রেমিকার মাঝে সৃষ্টিকর্তাকে দেখেছে বলে দাবি করে, তারা মুশরিক ছাড়া কিছুই নয়।
৩. খুদা জানে
রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত "বাচনা এ্যা হাসিনো" ছবিটির এই গানটি শিরকের চরম উদাহরণ। গানটির কিছু কথা এরকম...
"সাজদে মে ইউহি ঝুঁকতা হু
তুমসে হি আকে রুখতা হু।
খুদা জানে ইয়ে কিউ হোতা হ্যা
কে বান গায়ে হো তুম মেরে খুদা"
বাংলায় যার অর্থঃ
"সেজদাতে এমনিই ঝুঁকে পড়ি
তোমাকে দেখলেই থেমে যাই।
খোদা জানে এমনটা কেন হয়
যে তুমিই আমার খোদা হয়ে গেছো।"
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার সুন্দরী প্রেমিকাকে চাঁদ, তারা, নদী, সাগর, গরু-ছাগল যা কিছু ভাবতে চান ভাবুন, তাই বলে খোদা !!! নাউজুবিল্লাহ
৪. তুহি মেরি শব হ্যা
ইমরান হাশমি ও কঙ্গনা রনৌত অভিনীত "গ্যাংস্টার" সিনেমার এই গানটির কথা এরকম...
"তুহি মেরি শব হ্যা, সুবহা হ্যা
তুহি দিন হ্যা মেরা
তুহি মেরা রব হ্যা, জাহা হ্যা
তুহি মেরি দুনিয়া"
বাংলায় যার অর্থঃ
"তুই-ই আমার রাত, সকালও
তুই-ই আমার দিন
তুই-ই আমার রব, পৃথিবীও
তুই-ই আমার দুনিয়া"
নাউজুবিল্লাহ, প্রেমিকার রূপে পাগল হয়ে তাকে খোদার জায়গায় স্থান দিলে, আমাদের স্থান হবে সোজা জাহান্নাম।
৫. তেরে লিয়ে
বিবেক ওবেরয় ও অরুণা শিল্ডস অভিনীত "প্রিন্স" সিনেমার এই গানটির কথা এরকম...
"জান্নাত সাজায়ি ম্যায়নে তেরে লিয়ে
ছোড় দি খোদায়ী ম্যায়নে তেরে লিয়ে"
বাংলায় যার অর্থঃ
"জান্নাত সাজিয়েছি আমি তোরই জন্য
খোদাকে ছেড়ে দিয়েছি আমি তোরই জন্য"
আস্তাগফিরুল্লাহ, প্রেমিকাকে পেয়ে খোদাকে ছেড়ে দেয়া অনেকটা জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামকে আঁকড়ে ধরার মতো। দুঃখের ব্যাপার হলো এই গানটির শিল্পী কিন্তু আতিফ আসলাম নামের একজন মুসলিম।
৬. হাসিনো কো আতে হ্যা
অক্ষয় কুমার ও কারিশমা কাপুর অভিনীত "লাহু কে দো রং" সিনেমার এই গানটির কথা এরকম...
"হাসিনো কো আতে হ্যা ক্যায়া ক্যায়া বাহানে
খুদা ভি না জানে তো, হাম ক্যায়সে জানে"
যার বাংলায় অর্থঃ
"মেয়েরা যে কত বাহানা দেখাতে জানে
সেটা তো খোদাও জানে না, আমরা কিভাবে জানবো"
নাউজুবিল্লাহ, আল্লাহ পাক সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তার কুদরত নিয়ে কোনরকম ঠাট্টা মশকরা করাও শির্কের শামিল।
৭. যানে ন্যাহি দেঙ্গে তুঝে
আমির খান ও কারিনা কাপুর অভিনীত "থ্রি ইডিয়টস" সিনেমার এই গানটির কথা এরকম...
"যানে ন্যাহি দেঙ্গে তুঝে
যানে তুঝে দেঙ্গে ন্যাহি
চাহে তুঝকো রব বুলা লে
হাম না রবসে ডারনে ওয়ালে
রাহো মে ডাট কে খাঁড়ে হ্যা হাম"
বাংলায় যার অর্থঃ
"যেতে (মরতে) না দেবো তোকে
যেতে (মরতে) তোকে দেবো না তো
তোকে যদি খোদাও ডাক দেয়
আমরা খোদাকেও ভয় পাবো না
রাস্তায় (খোদার পথ আটকে) শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো
নাউজুবিল্লাহ, একমাত্র কাফির আর মুশরিকরা ছাড়া আর কেউই আল্লাহর সাথে বিদ্রোহ করার দৃষ্টতা দেখাতে পারে না।
৮. রব কা শুকরানা
ইমরান হাশমি ও ইশা গুপ্ত অভিনীত "জান্নাত-২" সিনেমার এই গানটির কথা এরকম...
"তু হি আব মেরা দ্বীন হ্যা, ঈমান হ্যা
রব কা শুকরানা
মেরা কালমা হ্যা তু, আযান হ্যা
রব কা শুকরানা"
বাংলায় যার অর্থঃ
"তুই-ই এখন আমার দ্বীন (জীবনবিধান), আমার ঈমান
খোদাকে ধন্যবাদ
আমার কালেমা তুই, আমার আযানও
খোদাকে ধন্যবাদ"
নাউজুবিল্লাহ, দ্বীন ইসলাম, ঈমান, কালেমা আর আযানের মতো পবিত্র বিষয়গুলোকে কতখানি সস্তা মনে করলে একজন মানুষ এই ধরনের জঘন্য কথা বলতে পারে।
৯. স্বপ্না যাহা
অক্ষয় কুমার ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত "ব্রাদার্স" সিনেমার এই গানটির কথা এরকম...
"মেরে দিল মে জাগাহ খুদা কি খালি থি
দেখা ওয়াহ পে আজ তেরা চেহারা হ্যা"
যার বাংলায় অর্থঃ
"আমার মনে খোদার জন্য জায়গা খালি ছিল
আজ সেখানে তোর চেহারা দেখলাম"
নাউজুবিল্লাহ, খোদার জায়গায় নিজের মনের মানুষকে স্থান দিলে, আমাদের স্থান হবে দোজখে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
১০. আযা মাহিয়া
হৃত্বিক রোশন ও নেহা বাজপেয়ী অভিনীত "ফিজা" সিনেমার এই গানটির কথা এরকম...
"আ ধূপ মালু ম্যায় তেরে হাতো মে
আ সেজদা কারু ম্যায় তেরে হাতো মে"
যার বাংলায় অর্থঃ
"আয় তোর হাতে আমি রোদ মেখে দেই
আয় তোর হাতে আমি সেজদা দেই"
নাউজুবিল্লাহ, জাহান্নামী হওয়ার জন্য উত্তম কথা।
১১. সাজদা
শাহরুখ খান ও কাজল অভিনীত "মাই নেম ইজ খান" সিনেমার এই গানটির কথা এরকম...
"সাজদা তেরা সাজদা
দিন রেইন কারু, না হি চেইন কারু
সাজদা তেরা সাজদা
লাখ বার কারু, মেরি জান কারু"
বাংলায় যার অর্থঃ
"সেজদা তোকে সেজদা
দিন রাত করি, অবিরত করি
সেজদা তোকে সেজদা
লাখ বার করি, আমার জান করি"
নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সিনেমাটি বহির্বিশ্বে মুসলমানদের নিয়ে ভ্রান্ত ধারণা দূর করার থিম নিয়ে বানানো হয়েছে। অথচ এর গানেই শিরকি কথাবার্তা ভরা। দুঃখের ব্যাপার গানটি গেয়েছেন নুসরাত ফতেহ আলী খান নামের একজন মুসলিম শিল্পী।
১২. ভাস্তে
ধ্বনি ভানুশালী কর্তৃক গাওয়া ও অভিনীত এই গানটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। অথচ এই গানের কথা এরকম...
"ভাস্তে জা ভি দূ
ম্যায় গাওয়া ঈমান ভি দূ
কিসমতো কা লিখা মোড় দূ
বদলে মে ম্যায় তেরে
যো খুদা খুদ ভি দে
জান্নাতে সাচ কাহু ছোড় দূ"
বাংলায় যার অর্থঃ
"তোমার জন্য জানও দিয়ে দেবো
আমি আমার ঈমানও বিসর্জন দেবো
ভাগ্যের লেখা বদলে ফেলবো
তোমার বদলে যদি
খোদাই নিজেও যদি দেয়
সত্যি সত্যি জান্নাতও ছেড়ে দেবো"
নাউযুবিল্লাহ, তবে আপনি যদি পার্থিব প্রেমিক প্রেমিকার জন্য আল্লাহর জান্নাত ছেড়ে দিতে জাহান্নাম বেছে নিতে চান তাহলে কিছু বলার নেই
১৩. দুধে আলতা বদন তোমার
শাকিব খান ও শাবনূর অভিনীত "ফুল নেবো না অশ্রু নেবো" সিনেমার এই গানটির একটি অংশে বলা হয়েছে
"তুমি নারী নাকি পরী,
বিধি নিজেই করবে ভুল"
নাউযুবিল্লাহ, অথচ মহান আল্লাহপাক সমস্ত ভুলত্রুটি থেকে পবিত্র।
১৪. আল্লাহ মাফ করে
অক্ষয় কুমার ও চিত্রাঙ্গদা সিং অভিনীত "দেশি বয়েজ" সিনেমার এই গানটির কথা এরকম...
"দেখা তুঝে তোহ শ্বাসে রুখ গায়ি
সাজদে ম্যায় ইয়ে আঁখে ঝুক গায়ি
তেরি ইবাদাত হো গায়ি, আল্লাহ মাফ করে"
বাংলায় যার অর্থঃ
"তোকে দেখে নিঃশ্বাস থেমে গেছে
তোমার সেজদায় এই চোখ ঝুঁকে গেছে
তোর ইবাদত করে ফেলেছি, আল্লাহ মাফ করুন"
নাউযুবিল্লাহ, এসব কথা বললে আল্লাহর কাছে মাফ পাওয়ার তো প্রশ্নই উঠে না, তবে জাহান্নাম পাওয়া যাবে।
১৫. গড, আল্লাহ অর ভগবান
হৃত্বিক রোশন ও প্রিয়াংকা চোপড়া অভিনীত "কৃষ-৩" সিনেমার এই গানটিতে বলা হয়েছে,
"গড, আল্লাহ অর ভগবান
নে বানায়া ইক ইনসান"
যার বাংলা অর্থঃ
"গড, আল্লাহ আর ভগবান
মিলে বানিয়েছে একজন মানুষ"
নাউযুবিল্লাহ, সৃষ্টিকর্তা একজনই। উনারা তিন ধর্মের সাধারণ লোকদের খুশি করার জন্য তিন ধর্ম থেকে সৃষ্টিকর্তার নাম উল্লেখ করে বোঝাতে চেয়েছেন তারা তিনজন মিলে কৃষ এর মতো একজন মহান মানুষকে সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ
১৬. মাহি ভে...
"ওয়াজাহ তুম হো" সিনেমার এই গানে বলা হয়েছে...
"তুঝে চাহা রবসে ভি য্যাদা
ফির ভি না তুঝে পা সাকে"
বাংলায় অর্থঃ
"তোকে খোদার চেয়ে বেশি চেয়েছি (ভালোবেসেছি)
তবুও তোকে পেলাম না"
আস্তাগফিরুল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন
১৭. জানে দিল মে
হৃত্বিক রোশন ও রানী মুখার্জী অভিনীত "মুঝসে দোস্তি করোগি" সিনেমার এই গানে বলা হয়েছে...
"মুঝকো মেরি রব কি কসম
ইয়ারা রব সে পেহেলে হ্যা তু"
বাংলায় অর্থঃ
"আমি আমার রবের কসম করে বলছি
রবের চেয়ে তুই আমার কাছে আগে (দামি)"
নাউযুবিল্লাহ, জাহান্নামী হতে আর কি লাগে ?
১৮. ও ইয়ারা রব রুস যানে দে
অভয় দেওল ও আয়েশা টাকিয়া অভিনীত "সোচা না থা" ছবির এই গানটির এই লাইনের অর্থ হচ্ছে
"ও সাথী খোদা আমাদের উপর রেগে গেলে যাক"
নাউজুবিল্লাহ, আল্লাহপাক আমাদের উপর রাগান্বিত হলে আমাদের কপালে কি আছে আশা করি বলার অপেক্ষা রাখে না।
১৯. এই যে দুনিয়া
খুবই পরিচিত এই বাংলা গানটির কিছু অংশ হচ্ছে...
"হাকিম হইয়া হুকুম করো
পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়ো"
নাউযুবিল্লাহ, অনেকে হয়তো বলবেন এখানে আল্লাহ তায়ালার কার্যপ্রণালী রূপকার্থে বলা হয়েছে। কিন্তু আল্লাহ পাক এমন একজন সত্তা যার সাথে রূপকার্থেও কারো বা কিছুর তুলনা চলে না।
২০. প্রেমের তাজমহল
রিয়াজ ও শাবনূর অভিনীত "প্রেমের তাজমহল" সিনেমার এই গানটির দুটি অংশে বলা হয়েছে...
"জানে ঈশ্বর, জানে আল্লাহ
আমার প্রেমের কত মূল্য
আছে মসজিদ, আছে গির্জা
যেথা গেলে হয় যে পুণ্য"
আস্তাগফিরুল্লাহ, ঈশ্বর আর আল্লাহ কোনভাবেই দুজন আলাদা সত্তা নয়। আর যদি আপনি মনে করেন মসজিদ আর গির্জা দুই জায়গাতে গেলেই পুণ্য হয়, তাহলে আপনার ঈমান নিয়ে নিজেই প্রশ্ন করুন।
২১. এ্যা দিল হ্যা মুশকিল
রণবীর কাপুর ও আনুশকা শর্মা অভিনীত এই টাইটেল গানটির এক অংশে নায়ক নায়িকাকে বলছে...
"তু মেরা খুদা, তু হি দুয়া মে শামিল"
যার বাংলায় অর্থঃ
"তুই-ই আমার খোদা, তুই-ই দোয়াতে শামিল আছিস"
নাউজুবিল্লাহ, জঘন্য ও বিকৃত চিন্তাভাবনা না হলে কেউকি এসব কথা বলতে পারে ?
২২. সালাম আয়া
সালমান খান ও জেরিন খান অভিনীত "বীর" সিনেমার এই গানটির এক অংশে নায়ক নায়িকাকে বলছে...
"যাব বোলে বো যাব বোলে
উসকি আঁখো মে রব বলে"
বাংলা অর্থঃ
"যখনই সে কথা বলে
তার চোখ দিয়ে খোদা কথা বলে"
নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন
এরকম আরো অনেক গান আছে, যেগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে এখানে যোগ করা হবে। তার আগে বলে রাখি
১. যদি গান শোনার বদঅভ্যাস ত্যাগ করতে না-ই পারেন, তবে অন্তত অর্থ বুঝে শুনুন। কোন ঈমান বিরোধী কথা থাকলে সেগুলো বয়কট করুন।
২. রব, খোদা, ঈমান, সেজদা, মসজিদ, দ্বীন ইত্যাদি ইসলামিক শব্দ ব্যবহার করে ভারতীয় লেখকরা তথাকথিত সুফিবাদের নামে গানে শিরকী কথাবার্তা জুড়ে দেয়। সাবধান।
৩. যেসব গানে মন্দির, দেবতা, কোন দেব-দেবীর নাম, পূজা ইত্যাদি হিন্দুয়ানী শব্দ থাকবে সেগুলো চোখ বন্ধ করে বয়কট করুন।
৪. যদি মনে করেন এগুলোতো জাস্ট গান, সিরিয়াসলি নেয়ার কিছু নেই। তাহলে বলতে চাই আপনি যদি মাতাল না হওয়ার আশায় মদ খান, তাহলেও সেটা হারাম। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।
৫. যদি মনে করেন হিন্দি গানগুলোতে তো ওদের ঈশ্বরের কথা বলা হয়েছে, আমাদের আল্লাহর কথা বলা হয়নি। তাহলে আপনার কাছে প্রশ্ন, প্রতিটি ধর্মের জন্য কি আলাদা আলাদা ঈশ্বর আছে ? আপনি যখন গানটি গাইবেন বা শুনবেন তখন গানের কথাগুলো কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে চলবে, এটা মাথায় রাখবেন ।
কারো কোন প্রশ্ন বা মতামত থাকলে নিঃসংকোচে করতে পারেন। আল্লাহু আকবর।