Monday, April 12, 2021

ভালো আছি ভালো থেকো (তোমাকে চাই)

 গানঃ ভালো আছি ভালো থেকো

গীতিকারঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

শিল্পীঃ এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন


ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো ।।

দিও তোমার মালাখানি

বাউলের এই মনটারে

ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে


পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ ।।

তেমনি তোমার নিবিড় ছোঁয়া

ভিতরের এই বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে


ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম ।।

তেমনি তোমার নিবিড় চলা

মরমের মূল পথ ধরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

No comments:

Post a Comment

ও আমার বন্ধু গো (কেয়ামত থেকে কেয়ামত)

  গানঃ ও আমার বন্ধু গো শিল্পীঃ আগুন, রুনা লায়লা সিনেমাঃ কেয়ামত থেকে কেয়ামত ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভ...